বাস উল্টে সড়কের পাশের খাদে, রক্ষা পেলেন ৩৫ সাংবাদিক

- আপডেট সময় ০৮:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
সাংবাদিকদের বহনকারী একটি বাস সুন্দরবন ঘুরে সাতক্ষীরা হয়ে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। সড়কের পাশের খাদে বাসটি উল্টে পড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন সাংবাদিকরা। কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সাতক্ষীরার তালা উপজেলার ইসলাম কাঠিরমোড় এলাকায় রবিবার (১৮ মে) দুপুরের দিকে দুর্ঘটনা ঘটে। বাসে থাকা সাংবাদিক মুক্তাদির রশীদ নামের এক সাংবাদিক বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, আমরা ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা থেকে ঢাকা ফিরছিলাম। ফেরার পথে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অন্য গাড়ির চালকরা বলছেন, পর্যাপ্ত পাথর কুচির অভাবে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়।
নিজে ঘাড়ে ব্যথা পেয়েছেন জানিয়ে মুক্তাদির রশীদ লিখেছেন, ঘাড়ে আঘাত পেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে, তাই সবার ফোন ধরতে পারছি না। দোয়া করবেন। কয়েকজন আমার গায়ে পড়েছে। তাই ব্যথা রয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি লিখেছেন, এখানকার এই রাস্তায় নিয়মিত এমন দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসে থাকা এস এম ফয়েজ নামে আরেকজন সাংবাদিক বলেন, ইসলামকাঠি মোড়ে আসার পর একটা কাভার্ডভ্যান আমাদের বাসকে মেরে দেয়। পরে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। আঘাত পেয়েছি, পায়ে, হাতে মাথায়। অনেকে ফোন দিচ্ছেন খবর নেওয়ার জন্য। কথা বলতে কষ্ট হচ্ছে।
এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই দুর্ঘটনা কবলিত সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।
সূত্র জানায়, গত ১৬ মে ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য ৩৫ জন সাংবাদিককে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ট্যুরে নিয়ে যায়। তারা সুন্দরবন ঘুরে আজ দুপুরের পর সাতক্ষীরা উদ্দেশে রওয়ানা হন।