শাকিবের জন্মদিনে ছেলেদের নিয়ে বাসায় এলেন অপু-বুবলি

- আপডেট সময় ১০:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিনে সন্তানদের নিয়ে বিশেষ মুহূর্ত কাটালেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। গতকাল শুক্রবার শাকিবের জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় আলাদাভাবে তার বাসায় হাজির হন তারা।
সূত্রে জানা যায়, ইফতারের পর প্রথমে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিবের বাসায় যান বুবলী। কিছুক্ষণ পর তারা চলে গেলে পরবর্তীতে অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়কে নিয়ে আসেন।
সন্তানদের সঙ্গে কাটানো এই বিশেষ সময়ের ছবি শেয়ার করেছেন দুই অভিনেত্রী। অপু বিশ্বাসের পোস্টে দেখা যায়, জয় বাবার জন্য হাতে আঁকা কার্ড ও ক্যানভাস তৈরি করেছে, যেখানে লেখা ছিল— ‘হ্যাপি বার্থডে মাই কিং-পাপা’।
অপু তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “সন্তানের কাছে বাবা কখনও সুপারস্টার নয়, তিনি শুধুই তার আপন মানুষ।”
অন্যদিকে বুবলী লিখেছেন, “পুরো মার্চ মাসজুড়েই বাবা-ছেলের জন্মদিনের আনন্দ চলেছে। যেন পুরো মাসটাই শাকিব খান মাস!”