ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ২৫৭ বার পড়া হয়েছে

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আরোহী নিহত হয়েছেন। ফিনল্যান্ডে স্থানীয় সময় শনিবার (১৭ মে) ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়। পরে দুটি হেলিকপ্টারই বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। খবর এএফপির।

গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে বলেন, ইউরা বিমানবন্দরের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

জানা গেছে, একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন ছিল। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি আন্তি মারজানেন নামে একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

তিনি জানিয়েছেন, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে গেছে। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় ১২:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আরোহী নিহত হয়েছেন। ফিনল্যান্ডে স্থানীয় সময় শনিবার (১৭ মে) ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়। পরে দুটি হেলিকপ্টারই বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। খবর এএফপির।

গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে বলেন, ইউরা বিমানবন্দরের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

জানা গেছে, একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন ছিল। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি আন্তি মারজানেন নামে একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

তিনি জানিয়েছেন, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে গেছে। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন।