ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ডিএসসিসির নগর ভবনের সামনে রবিবার (১৮ মে) সকাল ৯টা থেকে এ বিক্ষোভ করছেন তারা।

এদিকে, গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুইপাশে সব ধরনের যান চলাচল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে গেছে। যাত্রীরা হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি।

গত বুধবার (১৪ মে) থেকে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই দাবিতে রবিবার সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে আজও জড়ো হয়েছেন তারা।

তারা বলেন, ইশরাককে ফল জালিয়াতি করে পরাজিত করা হয়েছিল। তিনি আদালতের রায়ে মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় নানা টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝে দেওয়া বা শপথ পড়াচ্ছে না। এর প্রতিবাদ জানাতে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

নিউজটি শেয়ার করুন

ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে

আপডেট সময় ০১:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ডিএসসিসির নগর ভবনের সামনে রবিবার (১৮ মে) সকাল ৯টা থেকে এ বিক্ষোভ করছেন তারা।

এদিকে, গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুইপাশে সব ধরনের যান চলাচল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে গেছে। যাত্রীরা হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি।

গত বুধবার (১৪ মে) থেকে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই দাবিতে রবিবার সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে আজও জড়ো হয়েছেন তারা।

তারা বলেন, ইশরাককে ফল জালিয়াতি করে পরাজিত করা হয়েছিল। তিনি আদালতের রায়ে মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় নানা টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝে দেওয়া বা শপথ পড়াচ্ছে না। এর প্রতিবাদ জানাতে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।