টিকা কার্ডের সংকটে দেশব্যাপী ভোগান্তি, জন্মনিবন্ধনে বাধা

- আপডেট সময় ০১:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
দেশজুড়ে চলছে টিকা কার্ডের তীব্র সংকট। এই সংকটের কারণে অভিভাবকরা পড়ছেন চরম ভোগান্তিতে। শিশুদের জন্মনিবন্ধন সনদ করতে না পারা থেকে শুরু করে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যাকে আমরা ইপিআই বলি, এটি শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধের টিকা দেওয়া হয় এই কর্মসূচির আওতায়। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় টিকা কার্ডের সংকটের কারণে এই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
এক মাস আগেও অনেক জায়গায় টিকার সংকট ছিল। এখন টিকার সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও টিকা কার্ড পাওয়া যাচ্ছে না। ফলে, অভিভাবকরা তাদের সন্তানের টিকার তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতে পারছেন না। আর এই কার্ড না থাকায় জন্মনিবন্ধন সনদ করতে গিয়ে বাধার মুখে পড়ছেন তারা।
বরগুনা জেনারেল হাসপাতালে শিশু আসফিয়া তাইয়েবার মা শাহিমা আকতার জানিয়েছেন, তিনি গত চার মাস ধরে টিকা কার্ড পাননি। ফলে তিনি তার সন্তানের জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে পারছেন না। একই সমস্যার কথা জানিয়েছেন মৌলভীবাজার ও অন্যান্য এলাকার অভিভাবকরা।
অনেক জায়গায় স্বাস্থ্যকর্মীরা সাদা কাগজে হাতে লিখে বা অনলাইন থেকে প্রিন্ট করা কাগজে টিকার তথ্য দিচ্ছেন। কিন্তু এই কাগজগুলো সরকারি কাজে গ্রহণযোগ্য নয়। ফলে অভিভাবকরা ভবিষ্যতে আরও সমস্যার মুখে পড়ার আশঙ্কা করছেন।
একজন অভিভাবক বলেন, “আমার ছেলের জন্মের ৪৫ দিনের মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। কিন্তু কার্ড পাইনি। এখন তৃতীয় ডোজ দেওয়া হলেও কার্ড নেই। এর কারণে জন্মনিবন্ধন করতে পারছি না।”
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ড. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানিয়েছেন, গত বছর টিকা কার্ডের জন্য টেন্ডার হয়নি, ফলে সরবরাহও বন্ধ ছিল। তবে এখন এই সমস্যার সমাধান করা হয়েছে। তিনি বলেন, “আগামী দুই মাসের মধ্যে টিকা কার্ড ছাপানো শেষ হবে এবং সারা দেশে সরবরাহ করা হবে।”