দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া হঠাৎ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় কারণে পদ্মা ওই নৌরুটে সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
ওই নৌরুটে সোমবার (১৯ মে) দুপুর একটা ১০ মিনিট থেকে সব লঞ্চ চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে সাময়িকভাবে লঞ্চসার্ভিস বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসার পর পুনরায় লঞ্চ চলাচল চালু করা হবে।
ফেরি চলাচল স্বাভাবিক থাকায় লঞ্চপার হতে ঘাটে আসা যাত্রীরা ফেরিতে করে নৌপথ পারাপার হচ্ছে বলেও জানান তিনি।