রোগী সেজে অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহনের সময় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৫:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
রাজশাহীতে রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পরিবহনের সময় এক যুবককে আটক করেছে র্যাব। নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে সোমবার (১৯ মে) ভোরে তাকে আটক করা হয়।
আটক ওই যুবকের নাম গোলাম সারোয়ার জাহান (২৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শহরের শিরোইল বাসস্ট্যান্ড থেকে অ্যাম্বুলেন্সে যাত্রী বেশি মাদক কারবারি গোলাম সারোয়ার জাহানকে আটক করা হয়। এ সময় ছয় কেজি গাঁজা, ২০ কেজি ধান, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও একটি বস্তা উদ্ধার করা হয়েছে।
আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।