০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মাঠে ফিরেই গোল মেসির, জয় ইন্টার মায়ামির

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দুই সপ্তাহ পর মাঠে ফিরে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তার দারুণ এক গোলের সুবাদে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ের মাধ্যমে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থানে উঠে এসেছে ফ্লোরিডার ক্লাবটি।

বাংলাদেশ সময় রোববার ভোরে ম্যাচের ৫৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। নামার দুই মিনিটের মধ্যেই লুইস সুয়ারেজের পাস থেকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে এটি তার তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। তিনটি ম্যাচেই গোল অথবা গোলে সহায়তা করে অবদান রেখেছেন তিনি।

ম্যাচের ২৩ মিনিটে রবার্ট টেলরের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ গোল করলেও তা কেবল ব্যবধান কমিয়েছে, ম্যাচ জিতেছে ইন্টার মায়ামিই।

দুই সপ্তাহ আগে অ্যাটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ ঊরুতে ও পেশিতে চোট পান মেসি। ফলে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে ফিফা উইন্ডোর সময় ইন্টার মায়ামির কোনো ম্যাচ না থাকায় ক্লাবের হয়ে কোনো ম্যাচ মিস করেননি।

এমএলএসে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজিত থাকার রেকর্ড টানা আট ম্যাচে পৌঁছেছে।

আগামী ৬ এপ্রিল টরন্টো এফসির বিপক্ষে এমএলএসে পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে বুধবার এলএএফসির মুখোমুখি হবে দলটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাঠে ফিরেই গোল মেসির, জয় ইন্টার মায়ামির

আপডেট সময় ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট : দুই সপ্তাহ পর মাঠে ফিরে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তার দারুণ এক গোলের সুবাদে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ের মাধ্যমে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থানে উঠে এসেছে ফ্লোরিডার ক্লাবটি।

বাংলাদেশ সময় রোববার ভোরে ম্যাচের ৫৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। নামার দুই মিনিটের মধ্যেই লুইস সুয়ারেজের পাস থেকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে এটি তার তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। তিনটি ম্যাচেই গোল অথবা গোলে সহায়তা করে অবদান রেখেছেন তিনি।

ম্যাচের ২৩ মিনিটে রবার্ট টেলরের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ গোল করলেও তা কেবল ব্যবধান কমিয়েছে, ম্যাচ জিতেছে ইন্টার মায়ামিই।

দুই সপ্তাহ আগে অ্যাটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ ঊরুতে ও পেশিতে চোট পান মেসি। ফলে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে ফিফা উইন্ডোর সময় ইন্টার মায়ামির কোনো ম্যাচ না থাকায় ক্লাবের হয়ে কোনো ম্যাচ মিস করেননি।

এমএলএসে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজিত থাকার রেকর্ড টানা আট ম্যাচে পৌঁছেছে।

আগামী ৬ এপ্রিল টরন্টো এফসির বিপক্ষে এমএলএসে পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে বুধবার এলএএফসির মুখোমুখি হবে দলটি।