রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালের জয় , নায়ক এমবাপ্পে

- আপডেট সময় ০৪:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট : ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানেন কিলিয়ান এমবাপ্পে, আর সেই পথ অনুসরণ করেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি।
এবার নিজের প্রথম মৌসুমেই রোনালদোর গড়া এক রেকর্ড স্পর্শ করলেন ফরাসি তারকা। লেগানেসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জোড়া গোল করেন এমবাপ্পে, যা রিয়ালকে এনে দেয় দারুণ এক জয়।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে স্বাগতিকদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, এক মিনিটের মধ্যেই ডিয়েগো গার্সিয়ার গোলে সমতায় ফেরে লেগানেস। এরপর ৪১ মিনিটে দানি রাবার গোল লেগানেসকে এগিয়ে দেয় ২-১ ব্যবধানে।
বিরতির পর ঘুরে দাঁড়ায় রিয়াল। ৪৭তম মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত গোল দলকে ফেরায় সমতায় (২-২)। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে জয়ের স্বাদ দেন এমবাপ্পে।
এই জোড়া গোলের সুবাদে রিয়ালে নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের মাইলফলকে পৌঁছালেন এমবাপ্পে। রোনালদোও ২০০৯-১০ মৌসুমে প্রথম বছরে একই সংখ্যক গোল করেছিলেন। তবে মৌসুমের অনেকটা সময় বাকি থাকায় এমবাপ্পের সামনে রোনালদোর এই কীর্তি ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে।
এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পাশে বসেছে রিয়াল মাদ্রিদ। তবে এক ম্যাচ কম খেলে সমান ৬৩ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থানে আছে বার্সা।