উপকূলীয় অঞ্চলে রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

- আপডেট সময় ০৭:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উপকূলীয় সাত অঞ্চলে রাত একটার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার (২২ মে) বিকেল চারটা থেকে রাত একটা পর্যন্ত এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো-হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিকেলে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ সকাল থেকে ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারও (২৩ মে) দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।