০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

ঈদে ছয় সিনেমার জমজমাট প্রতিযোগিতা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সারা বছর ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি ধীরগতিতে চললেও ঈদ এলে চিত্রটা বদলে যায়। সিনেমাপ্রেমীরা প্রিয় তারকাদের নতুন সিনেমা দেখতে হলে ভিড় জমায়, আর সিনেমা হলগুলো হয়ে ওঠে উৎসবমুখর। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম নয়।

আসছে ছয়টি ভিন্নধর্মী সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে মনে করছেন নির্মাতারা। অ্যাকশন, থ্রিলার, হরর থেকে শুরু করে পারিবারিক গল্প—সব ধরনের সিনেমা থাকছে এবারের ঈদে। একনজরে দেখে নেওয়া যাক এই ছয়টি সিনেমা ও তাদের বিশেষ দিক—

অ্যাকশন ও প্রতিশোধের গল্প ‘বরবাদ’

অ্যাকশনপ্রেমীদের জন্য বড় বাজেটের ‘বরবাদ’ হতে যাচ্ছে ঈদের অন্যতম আকর্ষণ। তরুণ পরিচালক মেহেদি হাসান হৃদয় এই রিভেঞ্জ থ্রিলারটিতে উপস্থাপন করেছেন প্রতিশোধ ও প্রতারণার চমকপ্রদ কাহিনি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, যার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। আরও রয়েছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু। ছবিটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা ও প্রযোজকরা।

স্টাইলিশ থ্রিলার ‘জংলি’

‘শান’ সিনেমার সাফল্যের পর পরিচালক এম রাহিম এবার নিয়ে এসেছেন ‘জংলি’। অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণে তৈরি সিনেমাটি দর্শকদের নানা চমক দেবে বলে আশা করা হচ্ছে। স্টাইলিশ ভিজ্যুয়াল ও টানটান গল্পের কারণে তরুণদের আকৃষ্ট করবে ‘জংলি’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।

রহস্যে ঘেরা ‘দাগি’

জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন এবার বড় পর্দায় হাজির হচ্ছেন ‘দাগি’ নিয়ে। থ্রিলারধর্মী এই সিনেমাটি সমাজের অন্ধকার দিক ও রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। আফরান নিশো, তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত এই সিনেমাটি ব্যতিক্রমী প্রচারণার জন্যও ইতোমধ্যে আলোচনায় এসেছে। এখানে নিশোকে দেখা যাবে এক দাগি আসামির চরিত্রে।

ভয় ও রহস্যের মিশেলে ‘জ্বীন থ্রি’

বাংলাদেশের হরর সিনেমার জনপ্রিয়তা বাড়ছে, আর সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘জ্বীন থ্রি’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমায় থাকছে আধুনিক ভিএফএক্স ও ভয়ংকর সিনেমাটোগ্রাফি। আগের দুটি পর্বের মতোই এবারও রহস্য আর ভয়ের আবহ থাকবে গল্পে। পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান, আর অভিনয়ে আছেন নুসরাত ফারিয়া ও সজল।

সাইকোলজিক্যাল থ্রিলারে ‘চক্কর’

রহস্যময় অপরাধ, একাধিক সন্দেহভাজন ও উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তৈরি হয়েছে ‘চক্কর’। পরিচালনায় আছেন শরাফ আহমেদ জীবন, যিনি ক্রাইম-থ্রিলার ঘরানায় ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম, যিনি এক গোয়েন্দা পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন রিকিতা নন্দিনী শিমু।

পারিবারিক আবেগের ‘অন্তরাত্মা’

ঈদের শেষ মুহূর্তে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে ‘অন্তরাত্মা’। পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার দর্শনা বণিক। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন, আর কাহিনি লিখেছেন ফেরারি ফরহাদ।

এই ছয়টি সিনেমার লড়াই এবার ঈদে সিনেমাপ্রেমীদের দারুণ এক অভিজ্ঞতা দেবে বলে মনে করছেন নির্মাতারা ও প্রযোজকরা। দর্শকরা কোন সিনেমাকে সেরা নির্বাচিত করেন, সেটাই এখন দেখার বিষয়!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদে ছয় সিনেমার জমজমাট প্রতিযোগিতা

আপডেট সময় ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক : সারা বছর ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি ধীরগতিতে চললেও ঈদ এলে চিত্রটা বদলে যায়। সিনেমাপ্রেমীরা প্রিয় তারকাদের নতুন সিনেমা দেখতে হলে ভিড় জমায়, আর সিনেমা হলগুলো হয়ে ওঠে উৎসবমুখর। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম নয়।

আসছে ছয়টি ভিন্নধর্মী সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে মনে করছেন নির্মাতারা। অ্যাকশন, থ্রিলার, হরর থেকে শুরু করে পারিবারিক গল্প—সব ধরনের সিনেমা থাকছে এবারের ঈদে। একনজরে দেখে নেওয়া যাক এই ছয়টি সিনেমা ও তাদের বিশেষ দিক—

অ্যাকশন ও প্রতিশোধের গল্প ‘বরবাদ’

অ্যাকশনপ্রেমীদের জন্য বড় বাজেটের ‘বরবাদ’ হতে যাচ্ছে ঈদের অন্যতম আকর্ষণ। তরুণ পরিচালক মেহেদি হাসান হৃদয় এই রিভেঞ্জ থ্রিলারটিতে উপস্থাপন করেছেন প্রতিশোধ ও প্রতারণার চমকপ্রদ কাহিনি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, যার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। আরও রয়েছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু। ছবিটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা ও প্রযোজকরা।

স্টাইলিশ থ্রিলার ‘জংলি’

‘শান’ সিনেমার সাফল্যের পর পরিচালক এম রাহিম এবার নিয়ে এসেছেন ‘জংলি’। অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণে তৈরি সিনেমাটি দর্শকদের নানা চমক দেবে বলে আশা করা হচ্ছে। স্টাইলিশ ভিজ্যুয়াল ও টানটান গল্পের কারণে তরুণদের আকৃষ্ট করবে ‘জংলি’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।

রহস্যে ঘেরা ‘দাগি’

জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন এবার বড় পর্দায় হাজির হচ্ছেন ‘দাগি’ নিয়ে। থ্রিলারধর্মী এই সিনেমাটি সমাজের অন্ধকার দিক ও রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। আফরান নিশো, তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত এই সিনেমাটি ব্যতিক্রমী প্রচারণার জন্যও ইতোমধ্যে আলোচনায় এসেছে। এখানে নিশোকে দেখা যাবে এক দাগি আসামির চরিত্রে।

ভয় ও রহস্যের মিশেলে ‘জ্বীন থ্রি’

বাংলাদেশের হরর সিনেমার জনপ্রিয়তা বাড়ছে, আর সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘জ্বীন থ্রি’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমায় থাকছে আধুনিক ভিএফএক্স ও ভয়ংকর সিনেমাটোগ্রাফি। আগের দুটি পর্বের মতোই এবারও রহস্য আর ভয়ের আবহ থাকবে গল্পে। পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান, আর অভিনয়ে আছেন নুসরাত ফারিয়া ও সজল।

সাইকোলজিক্যাল থ্রিলারে ‘চক্কর’

রহস্যময় অপরাধ, একাধিক সন্দেহভাজন ও উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তৈরি হয়েছে ‘চক্কর’। পরিচালনায় আছেন শরাফ আহমেদ জীবন, যিনি ক্রাইম-থ্রিলার ঘরানায় ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম, যিনি এক গোয়েন্দা পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন রিকিতা নন্দিনী শিমু।

পারিবারিক আবেগের ‘অন্তরাত্মা’

ঈদের শেষ মুহূর্তে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে ‘অন্তরাত্মা’। পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার দর্শনা বণিক। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন, আর কাহিনি লিখেছেন ফেরারি ফরহাদ।

এই ছয়টি সিনেমার লড়াই এবার ঈদে সিনেমাপ্রেমীদের দারুণ এক অভিজ্ঞতা দেবে বলে মনে করছেন নির্মাতারা ও প্রযোজকরা। দর্শকরা কোন সিনেমাকে সেরা নির্বাচিত করেন, সেটাই এখন দেখার বিষয়!