ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

সীতাকুণ্ডে তেলের ডিপোতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ২৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তেলের ডিপোতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল গিয়ে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, মীর আহমদ (২৮), মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসান (৩৮) নামে চার শ্রমিক আহত হন। এর মধ্যে মারা যান পেয়ারু হাসান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে আহত চার শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাতে শ্রমিক পেয়ারু হাসানের মৃত্যু হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন বলেন, ওই ডিপোতে স্ক্র্যাপ জাহাজ থেকে সংগ্রহ করা পরিত্যক্ত কালো তেল আনা হয়। এসব তেল প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় মবিল। তেল রাখার জন্য একটি সিলিন্ডার আকৃতির ট্যাংক ব্যবহার করা হয়। তেল প্রক্রিয়াজাতের পর ট্যাংকের নিচে জমে থাকা বর্জ্য পরিষ্কার করেন শ্রমিকরা।

এর মধ্যে বৃহস্পতিবার রাতে একজন শ্রমিক ট্যাংকের ভেতর নেমে বর্জ্য পরিষ্কার করার সময় অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারে একে একে আরও তিনজন নামলে তারাও অজ্ঞান হয়ে যান। পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে তেলের ডিপোতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১২:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তেলের ডিপোতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল গিয়ে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, মীর আহমদ (২৮), মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসান (৩৮) নামে চার শ্রমিক আহত হন। এর মধ্যে মারা যান পেয়ারু হাসান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে আহত চার শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাতে শ্রমিক পেয়ারু হাসানের মৃত্যু হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন বলেন, ওই ডিপোতে স্ক্র্যাপ জাহাজ থেকে সংগ্রহ করা পরিত্যক্ত কালো তেল আনা হয়। এসব তেল প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় মবিল। তেল রাখার জন্য একটি সিলিন্ডার আকৃতির ট্যাংক ব্যবহার করা হয়। তেল প্রক্রিয়াজাতের পর ট্যাংকের নিচে জমে থাকা বর্জ্য পরিষ্কার করেন শ্রমিকরা।

এর মধ্যে বৃহস্পতিবার রাতে একজন শ্রমিক ট্যাংকের ভেতর নেমে বর্জ্য পরিষ্কার করার সময় অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারে একে একে আরও তিনজন নামলে তারাও অজ্ঞান হয়ে যান। পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।