সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানো অগ্রহণযোগ্য : মির্জা ফখরুল

- আপডেট সময় ০৫:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে আগামী জাতীয় নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই। রোববার (৩০ মার্চ) গুলশানে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, “কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে বা সমস্যার কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন একসাথে চলতে পারে। ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরি সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নই সমাধান।”
তিনি সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে বলেন, “৫ আগস্টের ঘটনায় সেনাবাহিনী আবারও দেশপ্রেমিক হিসাবে নিজেদের প্রমাণ করেছে। দেশের স্বার্থে সশস্ত্র বাহিনীকে কখনই বিতর্কে জড়ানো উচিত নয়।”
এক প্রশ্নের উত্তরে বিএনপি নেতা ভারত-সম্পর্কিত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “আমরা সর্বদা জাতীয় স্বার্থে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে। কোনো মহল আমাদেরকে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করলেও বিএনপি কখনই দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়ায়নি।”