ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত

- আপডেট সময় ০৫:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বোনও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকালে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুলছুমা বেগম (৯৫) – গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী। দিলরুবা (৪০) – একই এলাকার মানিক মিয়ার স্ত্রী। দিলরুবা আক্তার প্রীতি (৭) ও রীতি (১৪) – ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের দুই মেয়ে।আহতরা হলেন— মাহি আক্তার ও শ্যামলী, যাদের আশঙ্কাজনক অবস্থায় মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই মো. জামাল উদ্দিন) জানান, সকালে ছয়জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা চর শ্রীরামপুর গ্রাম হয়ে যাচ্ছিল। পথিমধ্যে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।
স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের হাসপাতালে পাঠান। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।