ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

তরুণ বেনেটের লড়াকু সেঞ্চুরির পরও ফলোঅনে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

নটিংহ্যাম টেস্টে প্রথম ইনিংসে ছয় উইকেটে ৫৬৫ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। জবাবে তরুণ ওপেনার ব্রায়ান বেনেটের লড়াকু সেঞ্চুরির পরও ফলোঅন এড়াতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

কাঁটায় কাঁটায় ৩০০ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়েকে ফলোঅনে পাঠিয়েছে ইংল্যান্ড। শেষ বিকেলে ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষ করেছে তারা ২ উইকেটে ৩০ রানে। ইনিংস পরাজয় এড়াতে এখনও ২৭০ রান করতে হবে সফরকারীদের।

এর আগে ৩ উইকেটে ৪৯৮ রান দিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। অলি পোপ ১৬৯ রান নিয়ে নেমে আর দুই রান যোগ করে আউট হয়ে যান। হ্যারি ব্রুক তাড়াহুড়ো করে ৫০ বলে করেন ৫৮ রান।

জবাবে ব্রায়ান বেনেট ছাড়া জিম্বাবুয়ের বাকি ব্যাটারদের কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। ২১ বছর বয়সী বেনেট ১৪৩ বলে ২৬ চারের সাহায্যে খেলেন ১৩৯ রানের ইনিংস। অর্থাৎ তার ইনিংসের ১০৪ রানই এসেছে বাউন্ডারি থেকে।

নিউজটি শেয়ার করুন

তরুণ বেনেটের লড়াকু সেঞ্চুরির পরও ফলোঅনে জিম্বাবুয়ে

আপডেট সময় ০২:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

নটিংহ্যাম টেস্টে প্রথম ইনিংসে ছয় উইকেটে ৫৬৫ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। জবাবে তরুণ ওপেনার ব্রায়ান বেনেটের লড়াকু সেঞ্চুরির পরও ফলোঅন এড়াতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

কাঁটায় কাঁটায় ৩০০ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়েকে ফলোঅনে পাঠিয়েছে ইংল্যান্ড। শেষ বিকেলে ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষ করেছে তারা ২ উইকেটে ৩০ রানে। ইনিংস পরাজয় এড়াতে এখনও ২৭০ রান করতে হবে সফরকারীদের।

এর আগে ৩ উইকেটে ৪৯৮ রান দিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। অলি পোপ ১৬৯ রান নিয়ে নেমে আর দুই রান যোগ করে আউট হয়ে যান। হ্যারি ব্রুক তাড়াহুড়ো করে ৫০ বলে করেন ৫৮ রান।

জবাবে ব্রায়ান বেনেট ছাড়া জিম্বাবুয়ের বাকি ব্যাটারদের কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। ২১ বছর বয়সী বেনেট ১৪৩ বলে ২৬ চারের সাহায্যে খেলেন ১৩৯ রানের ইনিংস। অর্থাৎ তার ইনিংসের ১০৪ রানই এসেছে বাউন্ডারি থেকে।