তিস্তা প্রকল্পে সহায়তার প্রস্তাব চীনের

- আপডেট সময় ০৫:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাম্প্রতিক চীন সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন। তার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্পে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। রোববার (৩০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. খলিলুর রহমান বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ড. ইউনূসের বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে এ বিষয়ে তদারকিরও আশ্বাস দিয়েছেন।
ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, আসন্ন বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে রোহিঙ্গা প্রত্যাবাসন অন্তর্ভুক্ত না থাকলেও সাইডলাইনে এ বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ড. খলিলুর রহমান জানান, রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ড. ইউনূসের সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে ড. খলিলুর রহমান বলেন, চীনা বিনিয়োগ বাড়লে বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষুদ্রঋণ খাতের উন্নয়নে বিশেষ আগ্রহ দেখিয়েছেন, যা লিখিত আলোচনায় অন্তর্ভুক্ত ছিল না।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।