০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মিয়ানমারে ত্রাণ ও ওষুধ পাঠালো বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ওষুধ ও ত্রাণ সহায়তা পাঠিয়েছে। রোববার (৩০ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আজ দুপুর ১২টায় বাংলাদেশ বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাঁটি থেকে একটি সি-১৩০জে বিমান ও একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা দেয়।

ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, হাইজিন প্রোডাক্টসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আজকের ত্রাণ কার্যক্রম পরিকল্পিত সহায়তার প্রথম ধাপ। মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে পরবর্তী ধাপে আরও ত্রাণ সহায়তা ও বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ২০ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ১০ সদস্যের একটি দল প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো দেশটির সাগাইং শহরের ১৬ কিলোমিটার দূরে।

এতে এখন পর্যন্ত ১,৭০০ জন নিহত, ৩,৪০৮ জন আহত এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের কম্পন থাইল্যান্ড, চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও অনুভূত হয়েছে।

বিশেষ করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে ত্রাণ ও ওষুধ পাঠালো বাংলাদেশ সেনাবাহিনী

আপডেট সময় ০৫:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ওষুধ ও ত্রাণ সহায়তা পাঠিয়েছে। রোববার (৩০ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আজ দুপুর ১২টায় বাংলাদেশ বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাঁটি থেকে একটি সি-১৩০জে বিমান ও একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা দেয়।

ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, হাইজিন প্রোডাক্টসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আজকের ত্রাণ কার্যক্রম পরিকল্পিত সহায়তার প্রথম ধাপ। মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে পরবর্তী ধাপে আরও ত্রাণ সহায়তা ও বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ২০ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ১০ সদস্যের একটি দল প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো দেশটির সাগাইং শহরের ১৬ কিলোমিটার দূরে।

এতে এখন পর্যন্ত ১,৭০০ জন নিহত, ৩,৪০৮ জন আহত এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের কম্পন থাইল্যান্ড, চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও অনুভূত হয়েছে।

বিশেষ করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।