নিশ্চিত হার থেকে মিয়ামিকে বাঁচালেন মেসি

- আপডেট সময় ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
৩-১ ব্যবধানে ৮৭ মিনিট পর্যন্ত ইন্টার মিয়ামি পিছিয়ে। অনেক সমর্থকরা তখন ধরেই নিয়েছিলেন এই ম্যাচেও হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হবে মিয়ামিকে। লিওনেল মেসি মাঠে আছেন বলে আবার কেউ কেউ অধীর আগ্রহে স্বস্তিদায়ক কিছু দেখার অপেক্ষা করছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।
অবশেষে বরাবরের মতোই মিয়ামির ত্রাণকর্তা রূপে আবির্ভূত হলেন মেসি। আট মিনিটের মধ্যে দুর্দান্ত ফ্রি-কিক গোলের সঙ্গে এক এসিস্টও করলেন আর্জেন্টাইন মহাতারকা। এতে প্রমাণিত হলো কেন মেসিকে বড় মুহূর্তের খেলোয়াড় বলা হয়।
শনিবার (২৪ মে) রাতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত খেলায় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে শেষ মুহূর্তে গোল আর এসিস্ট করে মিয়ামিকে ৩-৩ গোলে ড্র এনে দিয়েছেন মেসি। এতে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেয়েছে মিয়ামি। তাছড়া এমএলএসে শেষ সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হারায় এই ড্র মিয়ামির অনেক জরুরি ছিল।
অন্যদিকে এই ড্রয়ে টানা তিন ম্যাচের জয়রথ থামলো ফিলাডেলফিয়ার। তবে তারা টানা ৯ ম্যাচে অপরাজিত।
২-০ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে ফিলাডেলফিয়া। স্বাগতিকদের প্রথম গোল আসে ৭ মিনিটে। কাই ওয়াগনারের কর্নার থেকে গোল করেন কোয়িন সুলিভান। এরপর ৪৪ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের হেড থেকে আসা বলে মিকালে উরে হালকা স্পর্শ করে বল বাড়িয়ে দেন তাই বারিবোর দিকে। মিয়ামি গোলরক্ষক অস্কার উস্তারিকে পরাস্ত করে গোল করেন বারিবো।
মিয়ামির প্রথম গোল আসে ৬০ মিনিটে। নোয়া অ্যালেনের ক্রস থেকে তাদেও আলেন্দে নিখুঁত হেডে বল জালে জড়ান (২-১)। ৭৩ মিনিটে আবারও গোল করে ফিলডেলফিয়াকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন বারিবো।
৮৭ মিনিটে চিরচেনা স্টাইলে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন মেসি। এতে মিয়ামির একটি সম্ভাবনা তৈরি হয়।
ম্যাচের শেষাংশে তুমুল আক্রমণ শুরু করে মিয়ামি। ৯৫ মিনিটে সেগোভিয়া ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের ফাঁকি দিয়ে বল পাঠান ফিলাডেলফিয়ার জালে। তাকে এসিস্ট করেন মেসি। ফলে ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
গত বছরের সাপোর্টারস শিল্ড জয়ী মিয়ামি পরবর্তী ম্যাচে বুধবার রাতে মন্ট্রিয়ালকে স্বাগত জানাবে ফোর্ট লডারডেলে।