রাতে বাংলা একাডেমির ব্যাখ্যা
মাত্র ৫ সাংবাদিকের উপস্থিতি; ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত

- আপডেট সময় ০১:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
শনিবার বাংলা একাডেমির সংস্কার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত একটি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে, এই স্থগিতাদেশের কারণ নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র ৫ জন সাংবাদিক উপস্থিত থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৪ মে) রাতে বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংবাদিকদের খবর দেওয়ার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শাখা সংস্কৃতি বিটের সাংবাদিকদের সাথে যোগাযোগই করেনি।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই সংবাদ সম্মেলন ডেকেছিলেন, যা বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময়ে সেখানে মাত্র পাঁচজন সাংবাদিক হাজির হন। সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর কেউ না আসায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন।
প্রায় শূন্য সভাকক্ষের সেই ছবি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, এত গুরুত্বপূর্ণ একটি সংবাদ সম্মেলনে কেন সাংবাদিকদের উপস্থিতি এত কম ছিল?
এরপরই বাংলা একাডেমির পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হয়। তারা স্বীকার করেছে যে, যোগাযোগের দায়িত্বে থাকা কর্মীদের ভুলের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এটি ছিল বাংলা একাডেমির সংস্কার বিষয়ে দ্বিতীয়বারের মতো স্থগিত হওয়া সংবাদ সম্মেলন। এর আগে গত বৃহস্পতিবার দুপুর ২টায় এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ‘অনিবার্য’ কারণ দেখিয়ে সেদিনও স্থগিত করা হয়েছিল। এরপর শনিবারের জন্য নতুন সূচি ঠিক করা হয়।