ভোগান্তিতে ডায়ালাইসিস রোগীরা: কিডনি ইনস্টিটিউটে বন্ধ সেবা

- আপডেট সময় ০১:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
রাজধানীর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে গেছে। এত করে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত রোগী। সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডর তিন মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি পালন করছে।
গতকাল সোমবার (২৬শে মে) তিন ঘণ্টার কর্মবিরতির পর, আজ মঙ্গলবার সকাল থেকে স্যানডরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পুরোপুরি ডায়ালাইসিস সেবা বন্ধ রেখেছেন। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিডনি রোগীরা পড়েছেন মারাত্মক বিপাকে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেবা পেতে অনেক রোগী ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। ডায়ালাইসিস রোগীদের জন্য এটি একটি জীবন-মৃত্যুর প্রশ্ন।
নিয়মিত ডায়ালাইসিস না হলে তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে, যা অনেক সময় প্রাণঘাতীও হতে পারে। তাই দ্রুত ডায়ালাইসিসের সেবা চালু করার জোর দাবি জানাচ্ছেন রোগীরা।
এ বিষয়ে স্যানডরের ম্যানেজার নিয়াজ খান বলেছেন, “বাড়িভাড়াসহ সংসার চালাতে আমরা হিমশিম খাচ্ছি। আমাদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা হলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব।” কর্মচারীরা বলছেন, একদিকে তাদের পরিবার চলছে না, অন্যদিকে রোগীদের কষ্ট দেখে তারাও ব্যথিত। কিন্তু নিরুপায় হয়েই তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।