০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

‘চুক্তি না হলে এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি’: ট্রাম্পের হুমকি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না আসে, তবে দেশটির ওপর এমন বোমাবর্ষণ চালানো হবে যা তারা আগে কখনো দেখেনি। একইসঙ্গে, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করারও হুমকি দেন তিনি।

গত সপ্তাহে ইরান সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর, ৩১ মার্চ এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবারের মতো এই হুমকি দেন। তিনি বলেন, “মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “যদি তারা কোনো চুক্তি না করে, তাহলে এমন বোমাবর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।” তিনি আরও বলেন, “যদি তারা চুক্তিতে না আসে, তাহলে আমি চার বছর আগের মতো নিষেধাজ্ঞা আরোপ করব।”

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তেহরান ওমানের মাধ্যমে ট্রাম্পের পাঠানো একটি চিঠির জবাব দিয়েছে। ইরান জানায়, নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান গ্রহণযোগ্য নয়। তাদের অবস্থান হলো—সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে তারা কোনো আলোচনায় বসবে না।

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে, তবে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে।”

এনবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প শুধু ইরানই নয়, রুশ ও ইরানি পণ্য আমদানিকারকদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার হুমকি দেন। এর আগে তিনি ভেনেজুয়েলার তেল ক্রেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক শক্তি উৎপাদনের জন্যই পরিচালিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘চুক্তি না হলে এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি’: ট্রাম্পের হুমকি

আপডেট সময় ০৫:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না আসে, তবে দেশটির ওপর এমন বোমাবর্ষণ চালানো হবে যা তারা আগে কখনো দেখেনি। একইসঙ্গে, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করারও হুমকি দেন তিনি।

গত সপ্তাহে ইরান সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর, ৩১ মার্চ এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবারের মতো এই হুমকি দেন। তিনি বলেন, “মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “যদি তারা কোনো চুক্তি না করে, তাহলে এমন বোমাবর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।” তিনি আরও বলেন, “যদি তারা চুক্তিতে না আসে, তাহলে আমি চার বছর আগের মতো নিষেধাজ্ঞা আরোপ করব।”

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তেহরান ওমানের মাধ্যমে ট্রাম্পের পাঠানো একটি চিঠির জবাব দিয়েছে। ইরান জানায়, নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান গ্রহণযোগ্য নয়। তাদের অবস্থান হলো—সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে তারা কোনো আলোচনায় বসবে না।

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে, তবে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে।”

এনবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প শুধু ইরানই নয়, রুশ ও ইরানি পণ্য আমদানিকারকদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার হুমকি দেন। এর আগে তিনি ভেনেজুয়েলার তেল ক্রেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক শক্তি উৎপাদনের জন্যই পরিচালিত হচ্ছে।