ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

- আপডেট সময় ০৫:০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধি: লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির খবর পাওয়া গেছে এবং এক যুবক আহত হয়েছেন।
আজ সোমবার সকালে, সকাল ৯টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম সাব্বির হোসেন, যাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করলে, বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া করে।
এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কিছু সময় ফাঁকা গুলি ছোড়ার খবর পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিবাদ জানাতে লালপুর ইউনিয়ন বিএনপি একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। সমাবেশে বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু এবং সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বক্তব্য দেন।
নেতারা অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বলেন, প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে, যা জনমনে সন্দেহ তৈরি করছে। বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বড় কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, “একজন যুবক জয় বাংলা স্লোগান দেওয়ার পর সামান্য ঝামেলা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”