ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

স্লো ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে ঋষভ পন্তকে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) অধিনায়ক ঋষভ পন্তকে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। লখনউতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচে মঙ্গলবার (২৭ মে) এই ঘটনা ঘটে।

এটি এই মৌসুমে লখনউর তৃতীয়বারের মতো ওভার রেট নিয়ম ভঙ্গের ঘটনা। এর আগে ৫ এপ্রিল ও ২৬ এপ্রিলও একই অপরাধ করেছিল দলটি।

আইপিএলের নিয়ম অনুযায়ী, তৃতীয় অপরাধের জন্য পন্তকে ৩০ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে। এছাড়া, ম্যাচের অন্যান্য খেলোয়াড়দের ১২ লাখ রুপি অথবা তাদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আগে আইপিএলে তিনবার ওভার রেট নিয়ম ভাঙলে অধিনায়কের সাসপেনশন হতো। কিন্তু ২০২৫ মৌসুমের আগে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে।

তবে, মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া গত মৌসুমের সাসপেনশন বহাল থাকায় এই মৌসুমের প্রথম ম্যাচ মিস করেছিলেন।

মঙ্গলবারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে লখনউ। অধিনায়ক ঋষভ পন্তের ৬১ বলে অপরাজিত ১১৮ রানের বদৌলতে তিন উইকেটে ২২৭ রান করে দলটি। টার্গেটে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলির ৫৪ রান এবং জিতেশ শর্মার অপরাজিত ৮৫ রানের সুবাদে আট বল বাকি থাকতেই ছয় উইকেটে হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু।

এই হারে ১৪ ম্যাচে ৬ জয় ও ১২ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে লখনউ। বিপরীতে, ১৯ পয়েন্ট অর্জন নিয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু।

 

নিউজটি শেয়ার করুন

স্লো ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে ঋষভ পন্তকে

আপডেট সময় ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) অধিনায়ক ঋষভ পন্তকে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। লখনউতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচে মঙ্গলবার (২৭ মে) এই ঘটনা ঘটে।

এটি এই মৌসুমে লখনউর তৃতীয়বারের মতো ওভার রেট নিয়ম ভঙ্গের ঘটনা। এর আগে ৫ এপ্রিল ও ২৬ এপ্রিলও একই অপরাধ করেছিল দলটি।

আইপিএলের নিয়ম অনুযায়ী, তৃতীয় অপরাধের জন্য পন্তকে ৩০ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে। এছাড়া, ম্যাচের অন্যান্য খেলোয়াড়দের ১২ লাখ রুপি অথবা তাদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আগে আইপিএলে তিনবার ওভার রেট নিয়ম ভাঙলে অধিনায়কের সাসপেনশন হতো। কিন্তু ২০২৫ মৌসুমের আগে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে।

তবে, মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া গত মৌসুমের সাসপেনশন বহাল থাকায় এই মৌসুমের প্রথম ম্যাচ মিস করেছিলেন।

মঙ্গলবারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে লখনউ। অধিনায়ক ঋষভ পন্তের ৬১ বলে অপরাজিত ১১৮ রানের বদৌলতে তিন উইকেটে ২২৭ রান করে দলটি। টার্গেটে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলির ৫৪ রান এবং জিতেশ শর্মার অপরাজিত ৮৫ রানের সুবাদে আট বল বাকি থাকতেই ছয় উইকেটে হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু।

এই হারে ১৪ ম্যাচে ৬ জয় ও ১২ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে লখনউ। বিপরীতে, ১৯ পয়েন্ট অর্জন নিয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু।