নতুন যাত্রায় মেসি-সুয়ারেজ

- আপডেট সময় ০৫:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
বার্সেলোনার সোনালি দিনের জুটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ এবার যৌথভাবে উরুগুয়েতে একটি পেশাদার ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করছেন। ডিপোর্তিভো এলএসএম নামে এই ক্লাবটি উরুগুয়ের চতুর্থ বিভাগে খেলবে। ২০১৮ সালে সুয়ারেজ তার জন্মভূমি উরুগুয়ের সিউদাদ দে লা কোস্টা- তে ডিপোর্তিভো এলএস নামে এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন। স্থানীয় প্রতিভা বিকাশ ও সমাজসেবামূলক প্রকল্পের মাধ্যমে এটি গড়ে উঠেছে।
মঙ্গলবার (২৭ মে) সুয়ারেজ ক্লাবটির পুনরায় নামকরণের ঘোষণা দেন, যেখানে ‘এম’ যুক্ত করা হয়েছে আর্জেন্টাইন অধিনায়ক মেসির সম্মানে। নতুন নাম দেপোর্তিভো এলএসএম। মেসি আনুষ্ঠানিকভাবে অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন এই ক্লাবের।
মিডিয়া প্রতিবেদন অনুযায়ী, এই ক্লাবটি উরুগুয়ের চতুর্থ বিভাগের লিগ থেকে খেলা শুরু করবে।
সুয়ারেজ ও মেসি চান যে দলটি ২০২৫ সাল থেকে আনুষ্ঠানিক ম্যাচে অংশগ্রহণ করুক।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস একটি পারিবারিক প্রকল্প, একটি স্বপ্ন যা ২০১৮ সালে শুরু হয়েছিল। এখন আমাদের ৩,০০০-এর বেশি সদস্য ও অবকাঠামো রয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ক্লাবটিকে উরুগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) কাঠামোর মধ্যে নিয়ে আসার—যুব দল ও পেশাদার স্তর উভয় ক্ষেত্রেই।
তিননি আরও বলেন, এই প্রকল্পটি আমাদের ফুটবলের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার জন্য আদর্শ। তাই আমি আমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি দেপোর্তিভো এলএসএম-এর পেশাদার প্রকল্পে যোগ দিতে।
৩৮ বছর বয়সী এই স্ট্রাইকারের সেই বন্ধুটি হলেন লিওনেল মেসি, যিনি নিজেও বলেন, এই প্রকল্পে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য লুইসকে ধন্যবাদ জানাই। এটি এমন একটি উদ্যোগ যা সে বহু বছর ধরে গড়ে তুলেছে এবং অনেক উন্নতি করেছে। আমি আশা করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে এর আরও অগ্রগতিতে অবদান রাখতে পারব এবং তার পাশে থাকতে পারব।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলে মেসি ও সুয়ারেজ গড়ে তুলেছিলেন আধুনিক ফুটবলের অন্যতম ভয়ংকর আক্রমণজুটি। ছয় মৌসুমে তারা একসঙ্গে জিতেছেন ১৩টি বড় শিরোপা, যার মধ্যে রয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা ও চারটি কোপা দেল রে।
এই বন্ধুত্ব ২০২৩ সালে আরো দৃঢ় হয় যখন সুয়ারেজ মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেন। সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা ও সের্হিও বুসকেটসের সঙ্গে তারা ২০২৪ সালে ইন্টার মায়ামিকে এমএলএসের সাপোর্টার্স শিল্ড জেতান।