ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

ইতালি থেকে ঢাকায় এলেন ফুটবলার ফাহমিদুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ২৫৬ বার পড়া হয়েছে

আগামী ৩০ মে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জুন উইন্ডোর ক্যাম্প শুরু হচ্ছে। তার আগেই তরুণ ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম ঢাকা এসে পৌঁছেছেন। বুধবার )২৮ মে) সকালে ইতালির রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আগে থেকেই জড়ো হন অনেক ফুটবল সমর্থক।

বাফুফের প্রোটোকল অফিসারও উপস্থিত ছিলেন তাকে গ্রহণ করতে। আনুষ্ঠানিকতা শেষে তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় দলের নির্ধারিত টিম হোটেলে। জাতীয় দলের ক্যাম্পে অন্যান্য খেলোয়াড়রা ৩০ মে দলে যোগ দিলেও ফাহমিদুল এসেছেন সময়ের আগেই।

মার্চ মাসের ফিফা উইন্ডোতেও প্রাথমিক দলে জায়গা হয়েছিল ফাহমিদুলের। তবে শেষ মুহূর্তে চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি। সে সময় সৌদি আরবের ক্যাম্প শেষে তিনি সরাসরি ইতালি ফিরে যান।

তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোচ হাভিয়ের কাবরেরার সমালোচনায় মুখর হন সমর্থকরা। এমনকি বিষয়টি নিয়ে মুখ খুলতে হয়েছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও।

জাতীয় দল কমিটির সভায়ও কোচকে এই বিষয়ে জবাব দিতে হয়েছিল। অনেকেরই মনে হয়েছিল, ফাহামিদুলের বাদ পড়া ছিল অযৌক্তিক। তবে এবারও তার জায়গা হবে কি না চূড়ান্ত দলে, তা নির্ভর করবে অনুশীলনে তার পারফরম্যান্সের ওপর।

এদিকে ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচকে ঘিরে উন্মাদনায় ফুটবলপ্রেমীরা। এই ম্যাচেই লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ও কানাডার প্রিমিয়ার লিগে খেলা শমিত সোমের।

নিউজটি শেয়ার করুন

ইতালি থেকে ঢাকায় এলেন ফুটবলার ফাহমিদুল

আপডেট সময় ০৬:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

আগামী ৩০ মে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জুন উইন্ডোর ক্যাম্প শুরু হচ্ছে। তার আগেই তরুণ ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম ঢাকা এসে পৌঁছেছেন। বুধবার )২৮ মে) সকালে ইতালির রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আগে থেকেই জড়ো হন অনেক ফুটবল সমর্থক।

বাফুফের প্রোটোকল অফিসারও উপস্থিত ছিলেন তাকে গ্রহণ করতে। আনুষ্ঠানিকতা শেষে তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় দলের নির্ধারিত টিম হোটেলে। জাতীয় দলের ক্যাম্পে অন্যান্য খেলোয়াড়রা ৩০ মে দলে যোগ দিলেও ফাহমিদুল এসেছেন সময়ের আগেই।

মার্চ মাসের ফিফা উইন্ডোতেও প্রাথমিক দলে জায়গা হয়েছিল ফাহমিদুলের। তবে শেষ মুহূর্তে চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি। সে সময় সৌদি আরবের ক্যাম্প শেষে তিনি সরাসরি ইতালি ফিরে যান।

তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোচ হাভিয়ের কাবরেরার সমালোচনায় মুখর হন সমর্থকরা। এমনকি বিষয়টি নিয়ে মুখ খুলতে হয়েছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও।

জাতীয় দল কমিটির সভায়ও কোচকে এই বিষয়ে জবাব দিতে হয়েছিল। অনেকেরই মনে হয়েছিল, ফাহামিদুলের বাদ পড়া ছিল অযৌক্তিক। তবে এবারও তার জায়গা হবে কি না চূড়ান্ত দলে, তা নির্ভর করবে অনুশীলনে তার পারফরম্যান্সের ওপর।

এদিকে ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচকে ঘিরে উন্মাদনায় ফুটবলপ্রেমীরা। এই ম্যাচেই লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ও কানাডার প্রিমিয়ার লিগে খেলা শমিত সোমের।