১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিনের পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয়ভাবে ওই বিরোধ মীমাংসা করা হয়।

তবে ঈদের দিন (সোমবার) লেবু মিয়ার পক্ষের একজন প্রতিপক্ষের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন, যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে গোলাগুলির ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান জানান, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে সালিশে অংশ নেওয়া ব্যক্তিসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামজিদ হোসেন জানান, গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শরীরে গুলি লেগেছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০

আপডেট সময় ০৫:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিনের পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয়ভাবে ওই বিরোধ মীমাংসা করা হয়।

তবে ঈদের দিন (সোমবার) লেবু মিয়ার পক্ষের একজন প্রতিপক্ষের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন, যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে গোলাগুলির ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান জানান, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে সালিশে অংশ নেওয়া ব্যক্তিসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামজিদ হোসেন জানান, গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শরীরে গুলি লেগেছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রয়েছে।