০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মায়ানমারে ভূমিকম্পে ত্রাণ সহায়তার দ্বিতীয় চালান পাঠালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ থেকে পাঠানো দ্বিতীয় দফার জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী নেপিডোতে পৌঁছেছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) ও বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ)-এর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

দুপুর ২টায় বিমান তিনটি নেপিডো বিমানবন্দরে অবতরণ করে। এই চালানে ৪.২ মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী, তাঁবু এবং শুকনা খাবার পাঠানো হয়েছে।

পাশাপাশি, বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি বিশেষ উদ্ধার ও চিকিৎসা দলও মায়ানমারে গেছে। এই দলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি), বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ) চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকরা রয়েছেন।

মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসাডর এট লারজ চ তুনের কাছে ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়ানমারে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মায়ানমারে ভূমিকম্পে ত্রাণ সহায়তার দ্বিতীয় চালান পাঠালো বাংলাদেশ

আপডেট সময় ০৬:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

ডেস্ক রিপোর্ট : মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ থেকে পাঠানো দ্বিতীয় দফার জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী নেপিডোতে পৌঁছেছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) ও বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ)-এর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

দুপুর ২টায় বিমান তিনটি নেপিডো বিমানবন্দরে অবতরণ করে। এই চালানে ৪.২ মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী, তাঁবু এবং শুকনা খাবার পাঠানো হয়েছে।

পাশাপাশি, বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি বিশেষ উদ্ধার ও চিকিৎসা দলও মায়ানমারে গেছে। এই দলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি), বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ) চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকরা রয়েছেন।

মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসাডর এট লারজ চ তুনের কাছে ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়ানমারে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেন।