১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চার যুবকের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি:  শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার বেলা তিনটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিবচরের কুতুবপুর সাহেব বাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার এবং জাজিরার কলম ঢালীর কান্দি গ্রামের বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজারগামী সার্ভিস রোডে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলছিল।

হঠাৎই তারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান, আর গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চার যুবকের

আপডেট সময় ০৬:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

মাদারীপুর প্রতিনিধি:  শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার বেলা তিনটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিবচরের কুতুবপুর সাহেব বাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার এবং জাজিরার কলম ঢালীর কান্দি গ্রামের বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজারগামী সার্ভিস রোডে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলছিল।

হঠাৎই তারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান, আর গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।