পাইরেসির কবলে ঈদের আলোচিত সিনেমা ‘বরবাদ’, থানায় নির্মাতারা

- আপডেট সময় ০৬:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক : প্রতি ঈদেই ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে থাকে বাড়তি উত্তেজনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’, যা প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে।
তবে সিনেমাটি মুক্তির পরপরই পড়েছে পাইরেসির কবলে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাধু ব্যক্তিরা সিনেমাটির ফুটেজ ছড়িয়ে দিচ্ছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নিতে থানায় হাজির হয়েছেন ‘বরবাদ’-এর পরিচালক ও প্রযোজক।
প্রযোজক স্বার্থহীন আক্তার সুমি জানান, সিনেমার পাইরেসি বন্ধ করতে তারা মুক্তির আগেই একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইরেসি প্রতিরোধে সক্রিয়।
ফলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অবৈধভাবে আপলোড হওয়া ক্লিপ দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে। তবে হল থেকে মোবাইল বা ক্যামেরার মাধ্যমে ধারণ করা ফুটেজ রোধ করতে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, “সকালে টেলিগ্রামে সিনেমার পাইরেসি দেখতে পাই। এরপরই আমরা থানায় আসি। এভাবে চলতে থাকলে সিনেমা নির্মাণ কঠিন হয়ে যাবে। এটা শুধু হল মালিকদের নয়, আমাদের জন্যও ক্ষতির কারণ।”
পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান, কোন হল থেকে পাইরেসি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে এই অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “‘বরবাদ’ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন। শিল্প ও শিল্পীর সম্মান করুন। আমাদের টিমের কঠোর পরিশ্রম যেন এক মুহূর্তের পাইরেসিতে ‘বরবাদ’ না হয়।”
এবারের ঈদে সবচেয়ে বেশি প্রত্যাশিত সিনেমাগুলোর একটি ছিল ‘বরবাদ’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।