বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কর্মকর্তাসহ নিহত ৪

- আপডেট সময় ০৬:৩৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা সহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ হামলা হয়, যা চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দ্বিতীয় হামলা।
লেবাননের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ঈদুল ফিতরের মধ্যে রাত সাড়ে ৩টায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়। এএফপির এক সাংবাদিক জানান, একটি বহুতল ভবনের ওপরের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
প্রতিবেশী ইসমাইল নুরেদ্দিন বলেন, “আমার পরিবারের সবাই চিৎকার করছিল। বিস্ফোরণের তীব্রতায় পুরো ভবন ধুলায় ঢেকে গিয়েছিল, একে অপরকে দেখা যাচ্ছিল না।”
হিজবুল্লাহর শীর্ষ নেতা নিহত: হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নিহতদের মধ্যে রয়েছেন হাসান বুদাইর, যিনি সংগঠনটির ‘ফিলিস্তিনবিষয়ক উপপ্রধান’। হামলার সময় তিনি পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা বুদাইরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি তিনি হামাসের সঙ্গে যৌথভাবে কাজ করছিলেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করছিলেন।” তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
‘পরিষ্কার যুদ্ধবিরতি লঙ্ঘন’ : লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশের মিত্রদের প্রতি সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, “এটি স্পষ্টতই যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনের চেষ্টাকে ব্যাহত করছে।”
হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম মুসাভি সরকারকে আহ্বান জানিয়ে বলেছেন, “লেবাননের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের পদক্ষেপ নিতে হবে।”
ইসরায়েলের হুঁশিয়ারি
এই হামলার কয়েকদিন আগে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। ইসরায়েল দাবি করে, লেবানন থেকে ছোড়া রকেট হামলার জন্য হিজবুল্লাহ দায়ী। যদিও ওই হামলার দায় কেউ স্বীকার করেনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসরায়েল লেবাননের যেকোনো স্থানে, যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত।”