সাইকেলে চড়ে সুন্দরবন অভিযান: বাঘ রক্ষায় ডাচ রাষ্ট্রদূতের অনন্য প্রচেষ্টা

- আপডেট সময় ১১:০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষায় শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কারসটেন্স।
কূটনৈতিক প্রটোকল ছেড়ে সাইকেল চালিয়ে তিনি দেখিয়ে দিলেন প্রকৃতি সংরক্ষণের জন্য কতটা ত্যাগ ও অধ্যবসায় প্রয়োজন।
গত ২৮ থেকে ৩০ মার্চ তিনি বরিশাল থেকে সুন্দরবনের জয়মণি পর্যন্ত ১৬৩ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেন, যার লক্ষ্য ছিল বাঘ ও তাদের আবাসস্থলের সংকট সম্পর্কে সরেজমিনে জানা।
তার সঙ্গে ছিলেন ছেলে কারস্টেন্স ইয়াকোবাস হেরমানাস এবং দুই ডাচ সহযাত্রী—নেদারল্যান্ডসের পার্লামেন্টের সাবেক সদস্য নিলস ফন ডেন বের্গে ও ইয়ংমান কারিন।
কোনো আড়ম্বর বা গণমাধ্যম ছাড়াই এই নীরব অভিযাত্রা প্রকৃতিপ্রেমীদের মনে করিয়ে দিয়েছে ২০১৪ সালের একটি অনুরূপ প্রচেষ্টার কথা, যখন বাঘ রক্ষায় দেশজুড়ে রিকশাযাত্রা করা হয়েছিল।
এ বছর জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সুন্দরবন পরিদর্শনের পর দ্বিতীয়বারের মতো এই অঞ্চলে আসেন কারসটেন্স। তিনি বলেন, “সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের প্রাণ। এখানে সাইকেল চালালেই বোঝা যায়, আমরা কতটা হারাচ্ছি আর কতটা বাঁচানো জরুরি।”
পরিবেশবিদ নিলস ফন ডেন বের্গে বলেন, “বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সুন্দরবন টিকে থাকা একটি বিস্ময়। ওয়াইল্ডটিমের মতো সংস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রচেষ্টা প্রশংসনীয়।”