১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : লিবিয়ার মিসরাতা শহরে পুলিশি অভিযানে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মিসরাতার আল-গিরান থানার কাছে অভিযান চালিয়ে এসব বাংলাদেশিকে উদ্ধার করে এবং অপহরণের সঙ্গে সংশ্লিষ্ট দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে।

অপহরণের ঘটনায় নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের এবং গ্রেপ্তারকৃতদের আল-গিরান থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং উদ্ধারকৃত বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ১১:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

ডেস্ক রিপোর্ট : লিবিয়ার মিসরাতা শহরে পুলিশি অভিযানে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মিসরাতার আল-গিরান থানার কাছে অভিযান চালিয়ে এসব বাংলাদেশিকে উদ্ধার করে এবং অপহরণের সঙ্গে সংশ্লিষ্ট দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে।

অপহরণের ঘটনায় নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের এবং গ্রেপ্তারকৃতদের আল-গিরান থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং উদ্ধারকৃত বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছে।