এভারটনকে হারিয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে লিভারপুল

- আপডেট সময় ১০:২৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। বুধবার মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে তারা। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ডিওগো জোতা।
লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো এভারটন। আর ম্যাচটি জিতে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান বাড়ালো লিভারপুল। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩। ৩৪ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে রয়েছে এভারটন।
এভারটনের বেতো শুরুতে গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর তিনি একটি সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়র্ধে গোলের দেখা পায় লিভারপুল। ৫৭তম মিনিটে লুইজ দিয়াজের ব্যাক হিলে বল পেয়ে পর্তুগাল ফরোয়ার্ড প্রতিপক্ষের ট্যাকল সামলে জাল কাঁপান।
১১ মিনিট পর এভারটনের ডিফেন্ডার জেমস তারকোভস্কি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে মারাত্মক ট্যাকল করেন। লাল কার্ডের জোরালো দাবি উঠলেও ভিএআরে তাকে কেবল হলুদ কার্ড দেখানো হয়। আগের ম্যাচে দুই দলের হাতাহাতিতে ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে, লিভারপুল কোচ আর্নে স্লটসহ চার জন লাল কার্ড দেখেছিলেন।
লিগে লিভারপুল ২৬ ম্যাচ অপরাজিত থাকলেও গত মাসের আন্তর্জাতিক বিরতিতে তারা হতাশ ছিল। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেই তাদের বিদায় করে এবং লিগ কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে যায়।