বিএনপির কেন্দ্রীয় নেতার আগ্নেয়াস্ত্র প্রদর্শন: স্থানীয় নেতাকর্মীদের হুমকি ও বিতর্ক

- আপডেট সময় ১০:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক দলের স্থানীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সিরাজুল হক তার কয়েকজন অনুসারীসহ কার্যালয়ে প্রবেশ করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি হাতে থাকা পিস্তল বের করে উপরের দিকে প্রদর্শন করেন এবং হুমকি দেন।
বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে তাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়, পিস্তল হাতে বলতে শোনা যায়, “আমার ফাঁসি হলে হবে। আমি ফাঁসি মেনে নেবো। তাও গাদ্দারকে মেরে ফেলবো।”
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে এটিকে দলের ঐক্যের ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাংবাদিকদের বলেন, তিনি এখনো বিষয়টি পুরোপুরি জানেন না এবং জেনে পরে বক্তব্য দেবেন।
অন্যদিকে, সিরাজুল হক দাবি করেন, “অফিসের ভাড়া চাইতে গেলে আমার ছেলে বাবুকে মারধর করা হয়। তাই আমি নিরাপত্তার জন্য অস্ত্র নিয়ে প্রতিবাদ করতে গিয়েছিলাম। খালি হাতে যাব কেন? ওরা আমার বড় ছেলেকে মেরেছে। আমার বাবার জমি দখল করে পার্টি অফিস করেছে। এক কোটি বিশ লাখ টাকা ভাড়া বাকি, তারা ভাড়া দেয় না।” তিনি বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন ডাকলেও পরে তা বাতিল করেন।
প্রসঙ্গত, সিরাজুল হক ১৯৯১ সালে জামালপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। এ ঘটনা দলের অভ্যন্তরীণ কোন্দল ও উত্তেজনাকে আরও প্রকট করে তুলেছে।