ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫

ঢাকায় আনার পথে বিএনপি নেতা বুলু অসুস্থ, কুমিল্লায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ২৮২ বার পড়া হয়েছে

ঢাকায় নেওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর নিজ গ্রাম থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

কিন্তু কুমিল্লার লাকসামে পৌঁছানোর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় মুন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, বুলুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ঢাকার চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে। তিনি বলেন, “বুলু স্যারের শ্বাসকষ্ট ও জ্বর ছিল, যা নিউমোনিয়ার দিকে যাচ্ছিল। তবে এখন তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।”

নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, বরকত উল্লাহ বুলু ভাইরাল জ্বর ও ডায়াবেটিসে ভুগছিলেন, পরে শ্বাসকষ্ট দেখা দেয়।

বিএনপির নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে পৌঁছে তাঁকে দেখভাল করছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিএনপির এই প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত কয়েক মাসে এটিই তাঁর দ্বিতীয়বারের মতো জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকায় আনার পথে বিএনপি নেতা বুলু অসুস্থ, কুমিল্লায় হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৯:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ঢাকায় নেওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর নিজ গ্রাম থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

কিন্তু কুমিল্লার লাকসামে পৌঁছানোর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় মুন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, বুলুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ঢাকার চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে। তিনি বলেন, “বুলু স্যারের শ্বাসকষ্ট ও জ্বর ছিল, যা নিউমোনিয়ার দিকে যাচ্ছিল। তবে এখন তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।”

নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, বরকত উল্লাহ বুলু ভাইরাল জ্বর ও ডায়াবেটিসে ভুগছিলেন, পরে শ্বাসকষ্ট দেখা দেয়।

বিএনপির নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে পৌঁছে তাঁকে দেখভাল করছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিএনপির এই প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত কয়েক মাসে এটিই তাঁর দ্বিতীয়বারের মতো জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছে।