ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ২৮২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। দুপুর ১টায় তুরিন আফরোজকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।

পরে কড়া নিরাপত্তায় তাকে আদালত কক্ষে আনা হলে, পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তুরিন আফরোজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় তিনি নিজেই বক্তব্য রাখেন।

গত সোমবার রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থী আব্দুল জব্বার গুলিবিদ্ধ হন। পরে তিনি চিকিৎসায় সুস্থ হন।

এ ঘটনায় গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৫০ জনের নামে এবং ১০০-১৫০ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়, যেখানে তুরিন আফরোজকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় আইনি ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড

আপডেট সময় ০৯:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। দুপুর ১টায় তুরিন আফরোজকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।

পরে কড়া নিরাপত্তায় তাকে আদালত কক্ষে আনা হলে, পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তুরিন আফরোজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় তিনি নিজেই বক্তব্য রাখেন।

গত সোমবার রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থী আব্দুল জব্বার গুলিবিদ্ধ হন। পরে তিনি চিকিৎসায় সুস্থ হন।

এ ঘটনায় গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৫০ জনের নামে এবং ১০০-১৫০ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়, যেখানে তুরিন আফরোজকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় আইনি ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।