০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ক্ষমতার পালাবদল: অভিযুক্ত ওসি এখন রিমান্ডের আসামিরূপে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে শিক্ষার্থী মঞ্জুরুল হাসান জিসানকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত সেই থানার প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াকের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন গত ২২ মার্চ আবুল হাসানের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। ধার্য তারিখে তাকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড শুনানির শুরুতে যখন আবুল হাসানকে ডাকা হয় এবং হাত তুলতে বলা হয়, তখন তিনি বলেন, “হাত তুলবো কীভাবে, পেছনে তো হ্যান্ডকাপ লাগানো।”

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামির পাঁচ দিনের রিমান্ডের পক্ষে জোরালো বক্তব্য উপস্থাপন করেন। তবে, শুনানির সময় আবুল হাসানের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত শেষ পর্যন্ত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র চলাকালে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে মঞ্জুরুল আলম জিসান (১৯) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। তার হাঁটুতে গুলি লাগে এবং পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজউদ্দিন (৬৬) গত বছরের ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলার আট নম্বর এজাহারভুক্ত আসামি হলেন আবুল হাসান। গত বছরের ১৬ সেপ্টেম্বর পুলিশ তাকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্ষমতার পালাবদল: অভিযুক্ত ওসি এখন রিমান্ডের আসামিরূপে

আপডেট সময় ০২:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে শিক্ষার্থী মঞ্জুরুল হাসান জিসানকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত সেই থানার প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াকের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন গত ২২ মার্চ আবুল হাসানের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। ধার্য তারিখে তাকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড শুনানির শুরুতে যখন আবুল হাসানকে ডাকা হয় এবং হাত তুলতে বলা হয়, তখন তিনি বলেন, “হাত তুলবো কীভাবে, পেছনে তো হ্যান্ডকাপ লাগানো।”

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামির পাঁচ দিনের রিমান্ডের পক্ষে জোরালো বক্তব্য উপস্থাপন করেন। তবে, শুনানির সময় আবুল হাসানের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত শেষ পর্যন্ত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র চলাকালে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে মঞ্জুরুল আলম জিসান (১৯) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। তার হাঁটুতে গুলি লাগে এবং পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজউদ্দিন (৬৬) গত বছরের ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলার আট নম্বর এজাহারভুক্ত আসামি হলেন আবুল হাসান। গত বছরের ১৬ সেপ্টেম্বর পুলিশ তাকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন।