কিং খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে চান সানি দেওল

- আপডেট সময় ০৪:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
‘ডর’ সিনেমার পর দীর্ঘ ১৬ বছর কথা বন্ধ ছিলো বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সানি দেওলের। কিন্তু এবার সানি দেওলের মন গলছে। আবারও শাহরুখের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলছেন ধর্মেন্দ্র পুত্র সানি।
শাহরুখ খান ও সনি দেওলের সিনেমা ‘ডর’ কিছুদিন আগে আবারও মুক্তি পেয়েছে। যা দর্শকদের হৃদয়ে বেশ সাড়া ফেলেছে।
এখন সামনে আসা ‘জাট’ নিয়ে আলোচনায় রয়েছেন সানি দেওল। সেই সিনেমারেই এক অনুষ্ঠানে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সানি দেওল জানিয়েছেন, শিগগিরই শাহরুখ খানের সঙ্গে বড়পর্দায় একসঙ্গে কাজ করতে পারেন তিনি।
১৯৯৩ সালে ‘ডর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এরপর আর একসঙ্গে কাজ করেননি সানি দেওল ও শাহরুখ খান।
আবারও ‘ডাবল হিরো’ সিনেমাতে কাজ করতে চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে সানি দেওল বলেন, যদি এমন প্রস্তাব আসে, তাহলে তিনি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন। তবে এটা ঠিক করার কেউ নন তিনি।
সানির ভাষ্য, আমিতো শাহরুখের সঙ্গে একটাই সিনেমা করেছি, তো আরেকটা করতে চাইব। এটা হলে ভালোই হবে। কারণ, তখন অন্যরকম সময় ছিল, এখন সময় বদলেছে। তাই এমন প্রস্তাব এলে অবশ্যই রাজি হব।
বলিউডের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে সানি দেওল হেসে বলেন, আপনার কীই বা করার থাকে, যদি আপনার সিনেমায় অনেক তারকা থাকে, কিন্তু গল্পে কোনো বিশেষত্ব না থাকে?