ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

জুয়ার প্রচারে টিকটকার তোহা গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ২৭৭ বার পড়া হয়েছে

ফেসবুক ও টিকটকে অনলাইনে জুয়ার সাইটের প্রচারণা চালিয়ে প্রতারণার অভিযোগে টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (১৪ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আবেদন করেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোহাকে জেল হেফাজতে রাখার অনুমতি দিতে। অন্যদিকে তার আইনজীবী জামিন আবেদন করলেও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তা নামঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৩ এপ্রিল মিরপুর থানায় তোহা হোসাইন (২২) এবং হুর-ই জান্নাত (১৯)–এর নামে সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এরপর আজ তোহাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তোহার ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জুয়ার সাইটের প্রমোশন করা হচ্ছিল, যেখানে অল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে তরুণ সমাজকে জুয়া ও অনৈতিক পথে আকৃষ্ট করা হচ্ছিল। অভিযোগে আরও বলা হয়েছে, এই প্রচারণার ফাঁদে পা দিয়ে অনেকেই প্রতারিত হয়েছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

এই মামলার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে অনলাইনে গোপনে চালানো জুয়া ব্যবসা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে তার প্রসার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুয়ার প্রচারে টিকটকার তোহা গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট সময় ১২:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ফেসবুক ও টিকটকে অনলাইনে জুয়ার সাইটের প্রচারণা চালিয়ে প্রতারণার অভিযোগে টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (১৪ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আবেদন করেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোহাকে জেল হেফাজতে রাখার অনুমতি দিতে। অন্যদিকে তার আইনজীবী জামিন আবেদন করলেও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তা নামঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৩ এপ্রিল মিরপুর থানায় তোহা হোসাইন (২২) এবং হুর-ই জান্নাত (১৯)–এর নামে সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এরপর আজ তোহাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তোহার ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জুয়ার সাইটের প্রমোশন করা হচ্ছিল, যেখানে অল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে তরুণ সমাজকে জুয়া ও অনৈতিক পথে আকৃষ্ট করা হচ্ছিল। অভিযোগে আরও বলা হয়েছে, এই প্রচারণার ফাঁদে পা দিয়ে অনেকেই প্রতারিত হয়েছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

এই মামলার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে অনলাইনে গোপনে চালানো জুয়া ব্যবসা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে তার প্রসার।