ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সকল প্রকার কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার দুপুরে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে মাফিয়া আওয়ামী লীগের দেশ-বিদেশে কোথাও কোনো স্বীকৃতি নেই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের ডিএনএতেই গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই।” দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধন এবং তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে বিএনপি সাধুবাদ জানায়।

এ সময় সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে আগামীতে সরকারকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্ত এবং বিএনপির পক্ষ থেকে এর প্রতি সমর্থন জ্ঞাপন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি

আপডেট সময় ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সকল প্রকার কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার দুপুরে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে মাফিয়া আওয়ামী লীগের দেশ-বিদেশে কোথাও কোনো স্বীকৃতি নেই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের ডিএনএতেই গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই।” দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধন এবং তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে বিএনপি সাধুবাদ জানায়।

এ সময় সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে আগামীতে সরকারকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্ত এবং বিএনপির পক্ষ থেকে এর প্রতি সমর্থন জ্ঞাপন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।