মেজর লিগ সকারে মেসির ইন্টার মায়ামির বড় হার

- আপডেট সময় ০৩:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
মেজর লিগ সকারে লিওনেল মেসির সবচেয়ে বাজে রাত! ইন্টার মায়ামি মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে। এই হার মেসির মায়ামি যাত্রার সবচেয়ে বড় ধাক্কা।
ম্যাচে মেসি দ্বিতীয়ার্ধে একটি গোল করলেও দলের রক্ষণ বারবার ভেঙে পড়ে। ৩২ মিনিটে কার্লোস হার্ভের পাস থেকে দক্ষিণ আফ্রিকান স্ট্রাইকার বোঙ্গোকুহলে লংওয়ানে মিনেসোটাকে এগিয়ে দেন।
নিকোলাস রোমেরোর হেড থেকে অ্যান্থনি মারকানিচ দ্বিতীয় গোল করেন। মেসি বিরতির পর জর্ডি আলবার পাসে গোল করে ব্যবধান কমান। কিন্তু ৬৮ মিনিটে মায়ামির ডিফেন্ডার মার্সেলো ভেইগান্টের আত্মঘাতী গোল এবং ৭০ মিনিটে রবিন লডের গোল ম্যাচটি ৪-১ এ নিয়ে যায়।
লুইস সুয়ারেজের চোট ও ফাফা পিকাউল্টের মাইগ্রেনে আক্রান্ত হওয়ায় মায়ামির একাদশে ছিল না কোনো স্বীকৃত স্ট্রাইকার। ফলে রক্ষণের ভুলে তারা শুরু থেকেই পিছিয়ে পড়ে। সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার, যেখানে ১৪টি গোল হজম করেছে দলটি।
কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “এই হার কঠিন। মিনেসোটার আক্রমণ আমাদের যন্ত্রণা দিয়েছে।” তবে মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি এই ধাক্কা কাটিয়ে উঠবে বলে ভক্তদের বিশ্বাস। এই পরাজয় তাদের জন্য নতুন শিক্ষা হয়ে থাকবে।