০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে আদালতের দরবারে মার্কিন বাণিজ্য যুদ্ধ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতির বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে। দেশটির অরাজনৈতিক আইনী সংস্থা ‘লিবার্টি জাস্টিস সেন্টার’ সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়ের করেছে। পাঁচটি মার্কিন আমদানিকারক কোম্পানির পক্ষে এই মামলায় ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি বাতিলের দাবি করা হয়েছে।

গত ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের রপ্তানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, যা তিনি ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ হিসেবে ব্যাখ্যা করেন। যদিও গত ১০ এপ্রিল চীন ছাড়া অন্য সব দেশের উপর এই শুল্ক স্থগিত করা হয়। কিন্তু এর মধ্যেই বৈশ্বিক বাজারে তৈরি হয়েছে অস্থিরতা, শেয়ারবাজারে উল্লেখযোগ্য পরিমাণ পুঁজি বাষ্পীভূত হয়েছে।

লিবার্টি জাস্টিস সেন্টারের জ্যেষ্ঠ আইনজীবী জেফ্রি শোয়াব বলেন, “কোনো একক ব্যক্তির হাতে এত ক্ষমতা থাকা উচিত নয় যা গোটা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। মার্কিন সংবিধান অনুযায়ী, শুল্ক ও কর নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।”

হোয়াইট হাউসের এক মুখপাত্র ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, “প্রেসিডেন্টের বিরোধীরা সবসময় তার পদক্ষেপের বিরোধিতা করবে। কিন্তু বাস্তবতা হলো, চীনসহ অনেক দেশ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের বাজারকে শোষণ করেছে। প্রেসিডেন্ট শুধু ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে চেয়েছেন।”

এদিকে, চীনের উপর আরোপিত শুল্ক ১৪৫ শতাংশে উন্নীত করার পরই একই দিনে ফ্লোরিডার ফেডারেল আদালতেও আমদানিকারক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মামলা করেছেন। তাদের দাবি, চীনের উপর এই অতিরিক্ত শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা হোক।

বৈশ্বিক বাণিজ্যে ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্ত এখন আদালতের মঞ্চে চ্যালেঞ্জের মুখে। দেখা যাচ্ছে, আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তাপও বাড়ছে যুক্তরাষ্ট্রে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে আদালতের দরবারে মার্কিন বাণিজ্য যুদ্ধ

আপডেট সময় ০১:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতির বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে। দেশটির অরাজনৈতিক আইনী সংস্থা ‘লিবার্টি জাস্টিস সেন্টার’ সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়ের করেছে। পাঁচটি মার্কিন আমদানিকারক কোম্পানির পক্ষে এই মামলায় ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি বাতিলের দাবি করা হয়েছে।

গত ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের রপ্তানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, যা তিনি ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ হিসেবে ব্যাখ্যা করেন। যদিও গত ১০ এপ্রিল চীন ছাড়া অন্য সব দেশের উপর এই শুল্ক স্থগিত করা হয়। কিন্তু এর মধ্যেই বৈশ্বিক বাজারে তৈরি হয়েছে অস্থিরতা, শেয়ারবাজারে উল্লেখযোগ্য পরিমাণ পুঁজি বাষ্পীভূত হয়েছে।

লিবার্টি জাস্টিস সেন্টারের জ্যেষ্ঠ আইনজীবী জেফ্রি শোয়াব বলেন, “কোনো একক ব্যক্তির হাতে এত ক্ষমতা থাকা উচিত নয় যা গোটা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। মার্কিন সংবিধান অনুযায়ী, শুল্ক ও কর নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।”

হোয়াইট হাউসের এক মুখপাত্র ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, “প্রেসিডেন্টের বিরোধীরা সবসময় তার পদক্ষেপের বিরোধিতা করবে। কিন্তু বাস্তবতা হলো, চীনসহ অনেক দেশ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের বাজারকে শোষণ করেছে। প্রেসিডেন্ট শুধু ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে চেয়েছেন।”

এদিকে, চীনের উপর আরোপিত শুল্ক ১৪৫ শতাংশে উন্নীত করার পরই একই দিনে ফ্লোরিডার ফেডারেল আদালতেও আমদানিকারক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মামলা করেছেন। তাদের দাবি, চীনের উপর এই অতিরিক্ত শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা হোক।

বৈশ্বিক বাণিজ্যে ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্ত এখন আদালতের মঞ্চে চ্যালেঞ্জের মুখে। দেখা যাচ্ছে, আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তাপও বাড়ছে যুক্তরাষ্ট্রে।