মাঠে আবার কামড়! নিজের দলের খেলোয়াড়কেও ছাড়লেন না সুয়ারেজ

- আপডেট সময় ০২:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
ফুটবল তারকা লুইস সুয়ারেজের কামড় দেওয়ার অভ্যাসটা যেন কিছুতেই যাচ্ছে না। এবার তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলতে গিয়ে নিজের দলের খেলোয়াড় জর্ডি আলবাকেই কামড়ে দিয়েছেন!
লুইস সুয়ারেজ এখন ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে খেলেন। তাদের পুরনো বন্ধু জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসও এই দলে আছেন।
গত ১০ই এপ্রিল ইন্টার মায়ামি লস এঞ্জেলেসের সঙ্গে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলেছিল। ম্যাচে তারা ৩-১ গোলে জেতে। মেসি, সুয়ারেজ এবং আলবা তিনজনই সেই ম্যাচে ছিলেন।
ম্যাচের ৮৯ মিনিটের একটা ভিডিওতে দেখা গেছে, সুয়ারেজ তার দলের খেলোয়াড় জর্ডি আলবার আঙুলে কামড় দিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, জটলার মধ্যে সুয়ারেজ আলবার কাঁধে হাত দিয়ে জোরে ধরেন। আলবা ব্যথা পেয়ে হাত তুললে সুয়ারেজ তার আঙুলে কামড় দেন। মনে করা হচ্ছে, সুয়ারেজ হয়তো ভেবেছিলেন আলবার আঙুল বিপক্ষ দলের কোনো খেলোয়াড়ের।
তখন আরেক খেলোয়াড় অলিভার জিরু আলবাকে ছাড়ানোর চেষ্টা করেন। সুয়ারেজের ফুটবল জীবনে মাঠে কামড় দেওয়ার এটা চতুর্থ ঘটনা।
২০১৪ সালের বিশ্বকাপে তিনি ইতালির খেলোয়াড় কিয়েল্লিনিকে কামড় দিয়ে খুব আলোচনায় এসেছিলেন। সেই কামড়ে কিয়েল্লিনির কাঁধে দাঁতের দাগ বসে গিয়েছিল।
এর আগে ২০১০ সালে আয়াক্সে খেলার সময় তিনি উসমান বাক্কালকে কামড়ে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৩ সালে লিভারপুলে খেলার সময় চেলসির ব্রানিসলাভ ইভানোভিককে কামড়ে তিনি দশ ম্যাচের জন্য নিষিদ্ধ হন। কিয়েল্লিনিকে কামড়ানোর জন্য তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবার নিজের দলের খেলোয়াড়কে কামড় দেওয়ায় মনে হচ্ছে তিনি কোনো শাস্তি পাবেন না।