দেশে তিন ধাপে ইন্টারনেটের দাম কমছে: উপদেষ্টার বিশেষ সহকারী

- আপডেট সময় ১২:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে
দেশে তিন ধাপে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সোমবার (২১ এপ্রিল) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইন্টারনেট অবকাঠামোর তিনটি স্তর—আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল), আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এবং এনটিটিএন (ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক)—এ ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ যথাক্রমে ১০ শতাংশ, ১০ শতাংশ এবং ১৫ শতাংশ হারে দাম কমানোর ঘোষণা দিয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ইতোমধ্যেই সব ধরনের সেবার দাম ১০ শতাংশ কমিয়েছে। পাশাপাশি ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি ঘোষণা দিয়েছে, এখন থেকে গ্রাহক পর্যায়ে ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়া হবে।
সরকারি মোবাইল অপারেটর টেলিটকও ঈদুল ফিতরের দিন থেকে ইন্টারনেটের দামে ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে বলেও উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, দেশের বাকি তিনটি মোবাইল অপারেটরকে এখন ইন্টারনেটের দাম যৌক্তিকভাবে কমানোর উদ্যোগ নিতে হবে। ইতোমধ্যে সরকার তাদের ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে, ফলে এখন দাম না কমানোর কোনো যুক্তি নেই।
তিনি আরও জানান, সরকার দুই ধরনের মূল্যছাড় প্রত্যাশা করছে—এক, অপারেটররা শুল্ক বৃদ্ধির কারণে যেসব বাড়তি দাম আরোপ করেছিল তা কমাবে; দুই, অবকাঠামোগত তিনটি স্তরে যেহেতু পাইকারি দামে ছাড় দেওয়া হয়েছে, সেহেতু সেই অনুপাতে গ্রাহক পর্যায়েও দাম কমানো উচিত।
ফয়েজ আহমদ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে চলমান উচ্চ মূল্যস্ফীতি কিছুটা হলেও প্রশমিত হবে এবং দ্রুতই বেসরকারি মোবাইল অপারেটরগুলোও ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেবে।
তিনি আরও বলেন, দেশের মোবাইল ইন্টারনেটের মান নিয়ে বহু প্রশ্ন রয়েছে। দাম ও মানের মধ্যে ভারসাম্য রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং গ্রাহকের স্বার্থে যৌক্তিক পদক্ষেপ নেওয়া হবে।