১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ঝটিকা মিছিলের বিরুদ্ধে অভিযান: আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

ঢাকায় ঝটিকা মিছিলের বিরুদ্ধে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, তারা হঠাৎ মিছিল করে আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছিল।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ, একই ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা মোবাশ্বের রহমান, ঝালকাঠির কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন শেখ, উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল, স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক আজাদ হোসেন, শেরেবাংলা নগর থানা যুবলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রানা এবং মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল।

গোয়েন্দা পুলিশ জানায়, বুধবার রাতে যাত্রাবাড়ী থেকে মোবাশ্বের রহমান, লালবাগ থেকে রুহুল আমীন, মতিঝিল থেকে হাবিবুর রহমান এবং বাড্ডা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে শান্তিনগর থেকে আজাদ হোসেন, উত্তরা থেকে বাবুল, মোহাম্মদপুর থেকে শাহজালাল, শেওড়াপাড়া থেকে রেজাউল করিম রানা, ভাষানটেক থেকে কামাল হোসেন শেখ, বংশাল থেকে আসাদুল্লাহ শিপলু এবং মতিঝিল থেকে শাকিল আহমেদ গ্রেপ্তার হন।

পুলিশের দাবি, এই নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ ঝটিকা মিছিল করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করছিল।

সম্প্রতি ঝটিকা মিছিলের কারণে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। এসব মিছিল নিরাপত্তার ঝুঁকি তৈরি করায় পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঝটিকা মিছিলের বিরুদ্ধে অভিযান: আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ঢাকায় ঝটিকা মিছিলের বিরুদ্ধে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, তারা হঠাৎ মিছিল করে আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছিল।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ, একই ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা মোবাশ্বের রহমান, ঝালকাঠির কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন শেখ, উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল, স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক আজাদ হোসেন, শেরেবাংলা নগর থানা যুবলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রানা এবং মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল।

গোয়েন্দা পুলিশ জানায়, বুধবার রাতে যাত্রাবাড়ী থেকে মোবাশ্বের রহমান, লালবাগ থেকে রুহুল আমীন, মতিঝিল থেকে হাবিবুর রহমান এবং বাড্ডা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে শান্তিনগর থেকে আজাদ হোসেন, উত্তরা থেকে বাবুল, মোহাম্মদপুর থেকে শাহজালাল, শেওড়াপাড়া থেকে রেজাউল করিম রানা, ভাষানটেক থেকে কামাল হোসেন শেখ, বংশাল থেকে আসাদুল্লাহ শিপলু এবং মতিঝিল থেকে শাকিল আহমেদ গ্রেপ্তার হন।

পুলিশের দাবি, এই নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ ঝটিকা মিছিল করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করছিল।

সম্প্রতি ঝটিকা মিছিলের কারণে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। এসব মিছিল নিরাপত্তার ঝুঁকি তৈরি করায় পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে।