ভারত-পাকিস্তান সীমান্তে আবারো উত্তেজনা, গুলি বিনিময়

- আপডেট সময় ০১:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৭৬ বার পড়া হয়েছে
আবারও ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে (নিয়ন্ত্রণরেখা বা এলওসি) গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে ভারত অভিযোগ করেছে, পাকিস্তান সেনারা যুদ্ধবিরতির নিয়ম ভেঙে সীমান্তে গুলি চালাচ্ছে।
সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক।
ভারত এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে দাবি করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে।
এই ঘটনার পর থেকেই সীমান্তে টানা তিন রাত গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত দাবি করেছে, পাকিস্তান আগে গুলি চালায়, আর ভারত পাল্টা জবাব দেয়। তবে দু’পক্ষই জানিয়েছে, বেসামরিক জনগণের দিকে গুলি ছোড়া হয়নি।
এছাড়া, ভারতের অভিযোগ পাকিস্তান বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করেছে। শনিবার রাতে রামপুর ও তুতমারি গালি এলাকায় এমন ঘটনা ঘটে।
এদিকে, ভারত ঝিলম নদীর পানি ছেড়ে দিয়েছে বলে জানা গেছে, যা দিয়ে পানি চলে গেছে পাকিস্তানশাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ শহরে। ফলে সেখানে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয়দের মসজিদের মাধ্যমে সতর্ক করা হয়েছে।
পাকিস্তান এই পানির ঘটনাকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে অভিযোগ করেছে। তারা বলেছে, ভারত ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।
দুই দেশের মধ্যে এই উত্তেজনা দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।