ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
মৃতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলের আরও হামলা, একদিনে নিহত ৫৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ২৭০ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এর ফলে গাজায় ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত বছরের অক্টোবর মাস থেকে ইসরায়েলের হামলায় এই বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযান চলার পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধের জেরে গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত ২ হাজার ১১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও, ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন হয়েছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৃতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলের আরও হামলা, একদিনে নিহত ৫৬

আপডেট সময় ০১:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এর ফলে গাজায় ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত বছরের অক্টোবর মাস থেকে ইসরায়েলের হামলায় এই বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযান চলার পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধের জেরে গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত ২ হাজার ১১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও, ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন হয়েছে।