পেহেলগাম হামলায় ভারতীয়দের রক্ত টগবগ করছে: মোদি

- আপডেট সময় ০৭:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৯৬ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় সমস্ত ভারতীয়দের রক্ত টগবগ করছে। রোববার তার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ তিনি এই মন্তব্য করেন।
মোদি বলেন, “২২ এপ্রিলের এই নৃশংস হামলা প্রতিটি ভারতীয়ের হৃদয়ে আঘাত দিয়েছে। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের বেদনা আমরা সবাই অনুভব করছি। এই হামলা সন্ত্রাসের মাস্টারমাইন্ডদের কাপুরুষতার প্রমাণ।”
তিনি উল্লেখ করেন, কাশ্মীরে শান্তি ফিরে আসছিল। “পর্যটন রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল, যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছিল। কিন্তু দেশের শত্রুরা এই অগ্রগতি মেনে নিতে পারেনি,” যোগ করেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আমি তাদের আশ্বাস দিচ্ছি, তারা ন্যায়বিচার পাবেন। এই হামলার পেছনে যারা আছে, তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। পুরো বিশ্ব এখন ভারতের পাশে দাঁড়িয়েছে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।