আদানির বিদ্যুৎ আমদানিতে ৪৫০০ কোটি টাকা কর ফাঁকির তদন্ত শুরু

- আপডেট সময় ০৬:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ২ বার পড়া হয়েছে
দেশের বিদ্যুৎ খাতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিতে সাড়ে চার হাজার কোটি টাকার কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এনবিআরের অনুমোদন ছাড়াই এই চুক্তি সম্পাদন এবং শুল্ক ও কর অব্যাহতির বিষয়টি তদন্তের আওতায় আসছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব আহমদ কায়কাউসের নেতৃত্বে এনবিআরের নিয়ম উপেক্ষা করে আদানি গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে কর ফাঁকির বিষয়টি স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।
সূত্রমতে, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি প্রক্রিয়ায় শুল্ক মওকুফ, ভ্যাট ও ট্যাক্স ছাড় দেওয়া হয়, যা জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদন করেনি।
এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুদক এখন চুক্তির কাগজপত্র, এনবিআরের মতামত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখছে।
তদন্তের আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মকর্তা, আদানি গ্রুপের প্রতিনিধি এবং এনবিআরের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তদন্তে প্রমাণ পেলে আদানি গ্রুপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।