সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী স্থাপনায় ইসরায়েলের হামলা

- আপডেট সময় ১২:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
জায়নবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (১ মে) রাতে চালানো এই হামলার কথা শুক্রবার (২ মে) সকালে নিশ্চিত করেছেন। একইসঙ্গে তিনি সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ইসলাম ধর্মের একটি শাখাভুক্ত সংখ্যালঘু গোষ্ঠী দ্রুজ সম্প্রদায় । লেবানন ও ইসরায়েল ছাড়াও সিরিয়ায় তাদের উপস্থিতি রয়েছে। ইসরায়েল নিরাপত্তার অজুহাতে দুইদিনের ব্যবধানে সিরিয়ায় দ্বিতীয়বার হামলা চালাল।
এর আগে, ইসরায়েলি বাহিনী বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। টানা দুটি হামলা ইঙ্গিত দেয়, সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠীর প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাস রয়েছে।
রয়টার্স জানিয়েছে, সুন্নি মতাদর্শ অনুসরণকারী ইসলামপন্থিদের দ্বারা গঠিত সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার। যারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গত ডিসেম্বর মাসে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুন সরকার গঠন করে।
এই পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির বিভক্ত অবস্থা পুনরুদ্ধারের।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে ইসরায়েলের এই হামলা। একই সঙ্গে এটি সিরিয়ার ভেতরের রাজনৈতিক জটিলতা ও বিভক্তিকে আরও ঘনীভূত করতে পারে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকট গত রাতে হামলা চালিয়েছি। এটি সিরিয়ার শাসকদের জন্য একটি স্পষ্ট বার্তা। দক্ষিণ দামেস্কে বাহিনী মোতায়েন বা দ্রুজদের প্রতি হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সূত্র: রয়টার্স